তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এখন তোমরা তোমাদের বাবা-মায়ের স্বপ্ন আর নীজেদের জীবনের লক্ষ বাস্তবায়নের শেষ ধাপ দাঁড়িয়ে...


লিখেছেন মামুন সিদ্দিক, ১৮ জুলাই ২০১২, রাত ০৮:৪৪

দীর্ঘ দুটি বছর কঠোর অধ্যাবসায়, মেধা আর অক্লান্ত পরিশ্রমে তোমরা এখন হাসার রসদ পেয়েছআসলে ইন্টার মিডিয়েট জীবনটা সবার জন্যই টার্নিং পয়েন্টএ দুই বছর যারা নিজের মনের সাথে লড়াই করে তখনকার বিলাসিতাকে অবঙ্গা করে কষ্ট করেছ আজ তার সার্থক
যারা আজ আনন্দ করছো নিজেকে, পরিবার, শিক্ষক, পিতা-মাতাদের মুখ উজ্জল করেছ তাদের সবার জন্য মিষ্টি আর ফুলের শুভেচ্ছাআজকের দিনইতো আনন্দের, কাল থেকে আবার টেনশন নগরীর বাসিন্দা হতে হবে পছন্দের প্রতিষ্ঠান

ও সাবজেক্টে ভর্তি নিয়ে!!!!!
আর এই বিষয়টাই এখন হওয়া চাই তোমাদের সাবার সবচেয়ে মূখ্য বিষয়এতদিন তোমরা ছিলে জীবনের টার্নিং পয়েন্টে, কিন্তু এখন তার সর্বশেষ প্রান্তরে দাঁড়িয়েআরমাত্র দুই-তিন মাসের কষ্টই এনে দিবে তোমাদের জন্য পরিশ্রান্তি তোমাদের বাবা মায়ের স্বপ্ন আর তোমাদের জীবনের লক্ষ বাস্তবায়নের পথের এটাই শেষ ধাপতাই অতি আনন্দে হারিয়ে না গিয়ে নেমে পড়..... আঁধার রাত পেরিয়ে সফলতা তোমার দরজায় এসে আলিঙ্গনের প্রহর গুনছে তোমার জন্য

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram