দাড়ি
লিখেছেন মামুন সিদ্দিক, ০১ মার্চ ২০১২, রাত ১০:৩৭
আজ পুরোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা। একই নামের সিনিয়র বন্ধুকে ভাই বলেই ডাকতাম। তিনি আবার তাবলীগ জামাতের একনিসষ্ট সদস্য। তার সাথে আমার সব চাইতে যে বিষয় ধুরূন্দূর আলচনা হত তা হল দাড়ি (রাখে না কেন? কিংবা যারা ছোট রাখে তারা নবির উম্মত না, কারন দাঁড়িতে ক্ষুর লাগান মানে নবীর বুকে ছুরি চালানোর নামান্তর!!! এই জাতীয়), কারন তার পুরো মুখ জুরে সফেদ শ্রুশ্মু। সব শেষ আলোচনার ইতি ঘটাতাম, বাস্তবতা আসলেই কঠিন। সম...য়ই সব উন্মেষ করবে।
কেউ যেন আমাকে দেখে মুখ লুকাচ্ছে! ভাল করে লক্ষ্য করে তবেই চিনলামগ আরে এ যে দেখছি মামুন ভাই। সালাম দিয়ে কথা বলছি, কিন্তু তিনি
কেমন যেন আনইজি ফিল করছে? হঠাৎ মনে খেয়াল করলাম তার মুখে দাঁড়ি নেই, ক্লীন সেভড। বলে ফেল্লাম কি ব্যাপার মামুন ভাই!
আপনার মুখের দাঁড়ি কোথায়??
না ইয়ে মা...মানে...........।
থাক্ ভাই! আর বলতে হবে না, এবার বুঝতে পেরেছেন বাস্তবতা কত কঠিন? শুনেন ভাই ইসলাম কখন আবেগ দিয়ে পালনীয় নয়। এটা............... শেষ করতে দিলেন না, বললেন আচ্ছা ভাই আসি আমার কাজ আছে।
ঠিক আছে ভাল থাকবেন, নামাজটা আবার ছাড়বেন না যেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন