নীড়ে ফেরার ব্যাকুলতা


লিখেছেন ৬ এপ্রিল ২০১২, সন্ধ্যা ০৬:২৪

সন্ধ্যা নেমে এল হরের রান্তায় / ব্যন্ত মানুষ গুলো গাড়ি কিংবা রিক্সায়
সবাই যখন বাড়ি ফেরে চলে / আমার তো কেউ নেই আমি যাব কার কাছে

আইল্যান্ডের প্রন্ত ছুঁইয়ে হাটছি আমি মনের ভেতর হাহাকার,
মনের ব্যকুলতা ব্যক্ত করার কে আছে আমার? যার কাছে সব খুলে বলা যায়?? তিনি কোন বিশ্বস্ত???

তিমির তমাসায় রূপ নিচ্ছেআমি হাটছি....হঠাৎ আকাশ-বাতাস প্রকম্পিত করে এ কি ধ্বনিত হচ্ছে?? আমার মনের ভেতর আনচান করে উঠল কেন হঠাৎ ? আমার এই ব্যকুলতা হচ্ছে কেন? আরো তো শুনেছি সেই শুর!

কিন্তু আজ কেন আযানের শুর আমার মনকে আনচান করে দিচ্ছে? কিসের নেশায় যেন ডুকে পড়লাম আমি মসজিদেকে যেন আমাকে নিয়ে আসল পরম স্নিগ্ধ এই আঙ্গিনায়......
আহ্ আজ আমাকে আমার কাছেই সম্পূর্ণ নূতন রূপে মনে হচ্ছে, যার জন্য আমার মন এত্ত ব্যকুলতাকে আজ আমি পেয়েছি
বলব !!! আমি আমার সকল কথা তার কাছে খুলে বলব, হালকা করব আমার মনের ব্যকুলতাহ্যাঁ তিনি আর কেউ নয়, তিনি আমার স্রষ্টা মহান আল্লাহ তায়ালা
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram