চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শার্টল ট্রেনের ড্রাইভার অপহরন করল শিবির


লিখেছেন মামুন সিদ্দিক ০২ এপ্রিল ২০১২, সকাল ১১:৪৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শার্টল ট্রেন নগরীর খুলশী থানাধীন ঝাউতলা ষ্টেশন পৌঁছলে সেখান থেকে ট্রেইনের ড্রাইভারকে অপহরন করেছে শিবির ক্যাডাররা
সকাল ৮টায় চট্টগ্রাম ষ্টেমন থেকে ট্রেনটি ছেড়ে ৮টা ১০ মিনিটে ঝাউতলা ষ্টেশনে পৌছলে শিবির কর্মীরা স্লোগান
দিয়ে ইঞ্জিনে উঠে ড্রাইভারকে নামিয়ে নিয়ে যায়উপস্থিত দুইজন পুলিশ এতে বাধা দিতে গেলে শিবিরের হামলায় তারা আহত হয়এতজনের অবস্থা আশংকা জনক
খুলশী থানার ওসি মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তারা এর কঠোর ব্যবস্থা নিবেন
চবি শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিক উল্লাহ এটি অস্বীকার করে বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অবরোধ চলবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram