অবশেষে ধর্মঘটপ্রত্যাহার করল শিবির
অনেক নাটক জন্মদানের পর অবশেষে ছাত্র ধর্মঘট প্রত্যাহার
করেছে ইসলামী ছাত্রশিবির। শিবির নেতারা
দাবী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারটির মধ্যে একটি
দাবী মেনে নিয়েছে, বাকি দাবীগুলো সত্ত্বর মেনে নেওয়ার আশ্বাষের প্রেক্ষিতে
তারা এই অবরোধ প্রত্যাহার করে নিচ্ছে। কবে যদি
বাকি দাবীগুলো মেনে নিতে গরিমসি করা হয় তাহলে আবারও ধর্মঘট য়োর হুমকিও দেয়
তারা।
গত ১৮ মার্চ থেকে এই ধর্মঘট পান করছে তারা। এর আগে ছাত্রলীঘ ও ছাত্রশিবিরের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে শিবিরের দুই নেতা নিহত হলে টানা ৩৮ দিন বন্ধ থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধর্মঘট প্রত্যাহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ফিরে পাবে ছির সবুজের প্রকৃতি কণ্যা তাদের সেই প্রিয় ক্যাম্পাসের বারান্দায়। সান্নিদ্যপাবে তাদের প্রিয় শিক্ষকদের, সংস্পর্শপাবে সহপাঠিদের। যার জন্য তারা অন্তত কৃতজ্ঞ শিবিরের প্রতি। অনেকেই মনে করছে শিবিরের হিংস্রতার কাছে হার মেনেছে প্রশাষন। কারন এই অবরোধকে সফল করতে শিবির কি না করেছে? তালায় সুপারগ্লু, ছাত্র-ছাত্রীদের হুমকি, গাড়ির টায়ার কেটে ফেলা, চাকায় পিন আপ, সর্বশেষ শাটল ট্রেনের ড্রাইভারকে অপহরণ!!!!!!!!!!!! Click this link... |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন