'পানির নীচে মুরাদপুর ক্যানে হইব সিঙ্গাপুর'
লিখেছেন মামুন সিদ্দিক, ২৮ জুলাই ২০১১, বিকেল ০৫:০০
ঘটনাটি আজ থেকে এক বছর আগের।
১৭ জুন ২০১০ তারিখের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী এ.বি.এম মহিউদ্দিনের পক্ষে ভোট ভিক্ষার জন্য দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে এসিছিলেন আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা। তাদের মধ্যে অন্যতম হলেন তোফায়েল, মতিয়া, সুরঞ্জিত, রাজ্জাক প্রমুখ।
তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পুরো চট্টগ্রাম চষে বেরাচ্ছিলেন।
নির্বাচনের তিন/চারদিন আগে চট্টগ্রামে তুমুল বৃষ্টি হল। বৃষ্টিতে বলা চলে চট্টগ্রামের জনজীবন থমকে পরে। পুরো চট্টগ্রাম জ্বলাবদ্ধতায় অচল হয়ে পরে।
এহেনাবস্থায় বিশিষ্ট বাচক, ভোট এক্সপার্ট সুরঞ্জিত বাবু তার দল নিয়ে গিয়েছিলেন মুরাদপুর এলাকায় গনসংযোগে (বৃষ্টিতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় মুরাদপুরবাসী, অনেক বিল্ডিংয়ের নীচতলা পানিতে ডুবে যায়)। তারা গণসংযোগের একপর্যয়ে এক বৃদ্ধ চা বিক্রেতার নিকট গিয়ে ভোট চাচ্ছেন আর প্রলোভন দেখাচ্ছেন যদি মহিউদ্দিন চৌধুরীকে আপনার আবার ভোট দিয়ে সিটি কর্পোরেশনে মেয়র বানান তাহলে সে আপনাদের চট্টগ্রামকে এইবার সিঙ্গাপুর বানিয়ে ছাড়বেন, দয়াকরে আপনার ভোটটি তাকে দিবেন।
জবাবে ঐ চা বিক্রেতা বল্লেন পানির নিচে মুরাদপুর ক্যানে অঁইব সিঙ্গাপুর। জবাব শুনে জাতীয় নেতৃবৃন্দ যা বুঝার বুঝের গলেন, চলে আসলেন সে এলাকা হতে।
তিনদিন পর পুরো চট্টলাবাসি ঐ চা বিক্রেতার মত সরাসরি না বল্লেও ব্যালটের মাধ্যমে বলে দিলেন, যা ২০১৪ সালের জাতীয় নির্বাচনেও দেখিয়ে দিবেন বাংলাদেশের মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন