আনুশকাদের আরেকটি ঝলকানি দেখতে প্রস্তুতি নিন



লিখেছেন আজব মানুষ ০৯ এপ্রিল ২০১২, রাত ০৯:০৯

সরকার রাজধানী ঢাকাকে এশিয়া অঞ্চলের ইসলামী সংস্কৃতির রাজধানী ২০১২ ঘোষণা করেছেএ লক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকারআগামী ১৪ জুলাই অনুষ্ঠান উদ্বোধন করা হবে, গতকাল রোববার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক করেবৈঠকে তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ সভাপত্বি করেন
ভাল উদ্যোগ............ আমরা আবার দেখতে পারবো হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমাদের প্রিয় অভিনেত্রী
ক্যাটরিনা, ঋতুপর্া, শায়ান আর আনুশকাদের রুপের ঝলকআবার নাচবে তারা আর আমাদের মন্ত্রৃী মহোদয়রা মাটিতে বসে দেখবে তাদেরআমাদের ইমামরা এর আগে দেখেছিল বেলে নাচ এবার হয়ত দেখবে সুন্দরীদের মাতাল করা পারফর্মমেন্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram