কথাগুলো 'সাম্প্রদায়িক'
আকবরের পাপের ফল ভোগ করছে ইন্ডিয়ান মুসলিমরা। গত ক'দিনে সেখানে নাগরিকত্বের দাবীতে খুন হয়েছে দুই ডজনেরও বেশি মানুষ। যাদের প্রায় সবাই মুসলিম।
পৃথিবী এই পর্যন্ত যত লম্পট শাসক পেয়েছে তার মধ্যে সম্রাট আকবর অন্যতম। সবমিলিয়ে ৩০০ টি বিয়ে করেছেন তিনি। এর বাহিরে রক্ষিতারা তো ছিলই।
হিন্দুপতিরা তাদের স্ত্রী-মেয়েদের নিজ ও ধর্মীয় স্বার্থে উপঢৌকন দিত আকবরকে। মূলত সেইসব নারীদের হাত ধরেই মোগল হেরেমের অন্দরের নয়ন্ত্রণের পাশাপাশি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অনেক পদ ভাগিয়ে নেয় তারা। যার সর্বশেষ পরিণতি সাম্রাজ্যের পতন এবং ধর্মীয় যজ্ঞের শিকার।
শুরুটা কিন্তু মোদি করেননি। পরিকল্পনাটা করেছেন শিবাজি। আর তাতে ঘি ঢেলেছে শত বছর আগে গঢ়ের মাঠে শিবাজি উৎসব। যেখানে রবীন্দ্রনাথ পাঠ করেছেন 'শিবাজি উৎসব' কবিতা। যাতে তিনি বলেছেন, আকাঙ্খা করে বলে-
“এক ধর্ম কাব্য খন্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি .....এক ধর্ম রাজ্য হবে এ ভারতে’ এ মহাবচন করিব সম্বল।”
এই কবিতার অন্য চরণে পানিপথ যুদ্ধের ইতিহাস টেনে তিনি বলেছেন, “আল্লাহো আকবর শব্দে বনভূমি প্রতিধ্বনিত হয়ে উঠেছে/একদিকে তিন লক্ষ যবন (অসভ্য। উগ্র হিন্দুরা মুসলিমমদের যবন বলে গালি দেন) সেনা অন্য দিকে তিন সহস্র আর্য সৈন্য....কাহার বজ্রমন্ডিত ‘হর হর বোম বোম’ শব্দে
তিন লক্ষ ম্লেচ্ছ (অপবিত্র) কণ্ঠের ‘আল্লাহো আকবর’ ধ্বনি
নিমগ্ন হয়ে গেলো..."
ভারতে যা শুরু হয়েছে তা যে এত জলদি সমাধান হবে না সেটা হলফ করে বলা যায়। ভারতের মত বর্ণবাদি রাষ্ট্র খুব কমই আছে। রাষ্ট্রের কারনে আরএসএস, সূর্যসেনা, বজেপির সমর্থক হিন্দুরা তাই চরম উগ্র হবে এটাই স্বাভাবিক। ভারতীয়দের কাজ দেখে তাদের গুরু ইসরাইলিরাও লজ্জা পাবে।
চরম সত্য হলেও আপনার চোখে এইটা একটা সাম্প্রদায়িক পোস্ট মনে হবে। তাই শুরুতেই পড়তে নিষেধ করেছিলাম। অবশ্য আমি অকপটে শিকার করি আমি একজন সাম্প্রদায়িক মানুষ। কারণে পৃথিবীতে 'অসাম্প্রদায়িক' কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। যারা নিজেদের 'অসাম্প্রদায়িক' ভাবেন, তারাও 'অসাম্প্রদায়িক' গোষ্ঠী।
২২.১২.১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন