উপ! কি মর্মান্তিক




লিখেছেন মামুন সিদ্দিক, ১৫ অগাস্ট ২০১১, সকাল ১১:৫৯

বাসার সামনে সেদিন বেশ জটলা দেখলাম, কিছুক্ষণ পর আবার মেয়ে মানুষের ছেচামেছি শুনে কিছুটা আগ্রহ জাগল জানারগেইটের বাহিরে ছোট ভাইকে পেয়ে জিঙ্গেস করতে সে যা বল্ল তা শুনে রিতিমত বোকাবনে গেলাম
সে বল্ল সামনের বাসার যে ছেলেটি সিটি কলেজে অনার্স পড়ছে, সে গত পরশু তার মমতাময়ী মাকে মেরে আহত করেছেকি জন্য প্রশ্ন করলে ছোট ভাই বল্ল- ছেলেটি প্রতিদিন বাসা থেকে টাকা
নিয়ে গাজা শ্রেবণ করেআজ ছেলেটি গাজা খেয়ে এসে মাকে বল্ল আমাকে এই মূহুর্তে ৩ লক্ষ টাকা দিতে হবে, তার মা তাকে টাকা দিতে অস্বিকার করায় সে তরকারি নাড়ার খন্তি খরম করে তার মায়ের পিঠে এবং রানে চেকা দেয়, এতে তার অসুস্থ বাবা বাধা দিতে এলে তারা বাবাকে কিল ঘুষি দিয়ে মেজেতে পেলে দেয়পরে তার বাবা মা তাকে ধরে একটি ঘরে ঢুকিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে রেখেছে এখনপর্যন্ততাই খবর পেয়ে এলাকার তার রাজনৈতিক বড় ভাইয়েরা এল তাকে উদ্ধারের জন্য
ছোট ভাইয়ের মুখে এসব শুনে মনটাই খারাপ হয়ে গেলকি সমাজে আজ বাস করছি আমরা! যে মা-বাবা নিজেদের সমস্ত সুখ-আহ্লাদকে বিষর্জ্জন দিয়ে সন্তানকে গড়ে ওঠার জন্য সে সন্তান আজ তার অসৎ কাজের জন্য নিজের মাকে ক্ষত-বিক্ষত করতে কুন্ঠাবোধ হয়না, এসব সন্তানকে নিয়ে দেশই বা কি আশা করতে পারে? কেন আজ আমাদের তরুণদের এই দশা! কেন আজ তারা বাবা-মায়ের কোন উপকারের পরিবর্তে বোঝা হয়ে দাঁড়াচ্ছে? এর দায়-ভাড় কে নিবে?????????????????????????????????????

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram