মুভি রিভিউঃ 'The Way Back'

কিছু সিনেমা বারবার দেখলেও যেন মন ভরতে চায় না। The Way Back তেমনি একটা মুভি। এইটা সিনেমা হলেও কাহিনী সত্য।

এটি আপনাকে কেবল গত শতাব্দীর যুদ্ধ-বিগ্রহের সময়টাতেই নিয়ে যাবে না, সেই সাথে নিয়ে যাবে কমিউনিস্ট শাসনের নিগৃহীত যুগে। যারা যখন, যাকে খুশি, প্রমাণ ছাড়াই গ্রেফতার করে বিচারের নামে প্রহসন চালিয়ে আটকে রাখতো।  তেমনি একটি বাস্তব কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমিউনিস্ট শাসিত ভেঙ্গে যাওয়া সোভিয়েত ইউনিয়ন আটক বন্দীদের বরফে ঢাকা সাইবেরিয়ার  বন্দীশিবিরে আটকে রেখেছিল। এই বন্দীশালার নাম গুলাগ বন্ধী শিবিরি।

ভয়ঙ্কর এই গুলাগের কথা আলেক্সান্দ্রা সলজেনিৎসিন তার The Gulag Archipelago বা গুলাগ দ্বিপপুঞ্চ বইতে লেখে গেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বন্দীশিবিরে আটক ছিলেন  পোলিশ Sławomir Rawicz । রাশান স্ত্রীর বাসা থেকে আটকের পর গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

স্লোমির বুঝতে পারেন একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার আর কোন উপায় নেই। তাই তিনি সিদ্ধান্ত নেন এই বন্দীশালা থেকে পালাবেন। এতে মৃত্যু হলেও দুঃখ থাকবে না। শুরু হয় প্রস্তুতির।

একদিন সুযোগ বুঝে কয়েকজন সঙ্গী নিয়ে সেই ভয়ঙ্কর মৃত্যুপুরি থেকে পালিয়ে যান তিনি। শুরু হয় তাদেত বেঁচে থাকার সংগ্রাম।

একদিকে সোভিয়েত বাহিনী দেখামাত্র গুলির সিদ্ধান্ত অন্যদিকে বিরূপ প্রকৃতি, এসবের মোকাবেলা করেই বাঁচতে হবে তাদের। সম্বল বলতে কঠোর মনোবল, শারিরীক শক্তি আর নিজেদের দুইটি পা।

এভাবে কয়েক মাস পায়ে হেঁটে জীবনবাজি রেখে ৪ হাজার মাইল পথ অতিক্রম করে হিমালয় পর্বতমালা অতিক্রম করে ভারতে পৌঁছান তারা।

যাত্রা পথে তাদের পতিটি পদক্ষেপই ছিল একেকটি মৃত্যুকুপ অতিক্রমের নামান্তর।

ফিরে এসে সেই স্লোমির লিখেছিলেন জগৎবিখ্যাত উপন্যাস The Long Walk – Escape from the Gulag camp and walk to India ।

মূলত এই বইয়ের বর্ণিত কাহিনী অবলম্বনেই ২০১০ সালে নির্মিত হয়েছিল আলোড়ন সৃষ্টিকারি The Way Back মুভিটি।

একাধিকবার দেখার পরও মনে বারবার দেখার ইচ্ছে হয়। তাই অনেক দিন পর সুযোগ পেয়ে আবারও দেখতে বসলাম অন্যতম ফেভারিট এই মুভিটি..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram