মুভি রিভিউ: Adaminte Makan Abu, আবেগ আর ধার্মীকতা নির্ধারণ করবে যে সিনেমা
আবেগ দিয়ে ধর্ম চলে না। ইসলাম ধর্মে আবেগের এক চুলও মূধ্য নাই। Adaminte Makan Abu তেমনি একটা সিনেমা, যেখানে ধর্মের প্রতি ভালবাসায় ভরপর এক ধর্মপরায়ন মুসলিমের জীবনকাজিনী ফুটে উঠেছে। আদমের ছেলে আবু। ভারতের একটি গ্রামে বসবাস করে। একটা ছেলে আছে সাত্তার নামে একটা ছেলে আছে। অবশ্য এরকম ছেলেকে সন্তান না বলে কুসন্তান বলাই ভাল। সে মধ্যপ্রাচ্যে থাকে স্ত্রী-সন্তানদের নিয়ে। ফেরি করে আতর বিক্রেতা বাবা ও মাকে পরিচয় দিতেও তার লজ্জা হয়।
আবু্ আর তার স্ত্রী আইশুর আজন্ম স্বপ্ন তারা পবিত্র হজ্জ পালন করবে। এজন্য তারা পাঁচ টাকা, দশ টাকা করে জমিয়েছে হজ্জের জন্য।
একদিন গ্রামের এক হাজির পরিচিত এজেন্সির মালিক আশরাফের মাধ্যমে হজ্জে যাবার জন্য পাসপোর্ট করে ফেলে তারা। তারপর আইশুর সন্তানতল্যু গরুটা বিক্রি করে হজ্জের টাকা যোগার করে আবু। পাসপোর্ট হাতে পাওয়ার পর সেই কি আবেগ তার।
কিন্তু শুধু করু বিক্রি করলে কি আর দুইজনের হজ্জের টাকা হয়ে যায়? তাই বাড়ির উঠানে থাকা কাঁঠাল গাছ আর আইশুর গয়নাগুলোও বিক্রি করে দেয়া হয়। অবশ্য গয়নাগুলো বিক্রি করতে চায় না আবু। কিন্তু আইশুর কাছে হজ্জের কাছে গয়নার কোন মূল্য নেই।
যাই হোক, সব শেষ করে তারা হজ্জের প্রশিক্ষণ নিয়ে হজ্জের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করে বাড়ি ফেরেন। আর মাত্র এক সপ্তাহ পর তারা হজ্জে রওয়ানা দেবে, তাই একে একে পাড়া-প্রতিবেশি সবার কাছ থেকে তারা বিদায় নিয়ে নেয়। যেহেতু হজ্জ পালনকারীরা একেবারে শিশুর মত মাসুম হয়ে ফিরবে তাই, পুরনো প্রতিবেশি, যার সাথে জায়গা-জমি নিয়ে রক্তারক্তি ও মামলা মোকাদ্দমা হয়েছে, তার কাছ থেকেও তারা গিয়ে ক্ষমা চেয়ে আসে।
সব ঠিক মতই চলছিল। কিন্তু গাছ বিক্রির টাকা আনতে গিয়ে জটিলতা শুরু হয়ে যায়। গাছ ক্রেতা জানাল গাছটির ভেতরে ফাঁফা ছিল। তারপরও সে টাকা দেয়, কিন্তু আবু নেয় না। কারণ এতে গাছ ক্রেতার লস হয়ে যাবে।
আবুর বিপদে এগিয়ে আসে হিন্দু স্কুল মাষ্টার। যিনি আবার কৃপন হিসেবে বেশ পরিচিত। কিন্তু তার সহায়তায়ও আবু নেয় না। কারণ রক্তের সম্পর্ক ছাড়া হজ্জের টাকা কারো থেকে নেয়া যায় না।
এক সময় আবু বুঝতে পারেন আল্লাহ হয়তো এবারের হজ্জের জন্য তাদের কবুল করেননি। হয়তো তিনি চাননি গাছটি কেটে হজ্জে যাক তারা। কারণ গাছেরও জীবন আছে।
ফজরের আজান হচ্ছে, আবুরা বিছানা ছেড়ে ওঠে। আবার নতুন করে সব শুরু করতে হবে। যেখানকার গাছ কেটেছে, সেখানে আরেকটি গাছ লাগিয়ে দেয় সে। এভাবেই এগিয়ে যায় Adaminte Makan Abu সিনেমাটি।
আবেগ আর ধার্মীকতা নির্ধারণ করতে এই সিনেমাটি অব্যশ্যই দেখা উচিত।
মুভির নামঃ Adaminte Makan Abuনির্মাণকালঃ (২০১১)ভাষাঃ মালায়লামসাবটাইটেলঃ বাংলা, ইংরেজি সাবটাইটেল পাওয়া যাবে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন