আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম বিএনপি'র সবচেয়ে অজনপ্রিয় নেতা
যদিও বিএনপিকে বলা হয়, নোয়াখালি সমিতি। কিন্তু বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম, এটাতে সন্দহের কোন সুযোগ নেই! আজ সূর্যোদয়ের মত এটি খাটি। সেইদিন 'আমার ফাঁসি চাই' বইতে পড়লাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী কে ঘৃণা করেন কারণ এই বাহিনীর লোকজন তার পরিবারের প্রায় সকল সদস্যকে হত্যা করেছে বলছিলাম বিএপির কথা! আমার ফাঁসি চাই বইয়ের কথা নিয়ে রাজনীতির সুযোগ নিচ্ছি না, বরং এটি অন্য কারো ক্ষেত্রে ঘটলে তিনি হয়তো এর চাইতে আরো বেশী কঠোর হত! বিএনপি'র চট্টগ্রাম গুরুত্ব হলেও এই চট্টগ্রামেই কিন্তু এই দলটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিসংশ্ব ভাবে হত্যা করেছিল দুবৃত্তরা। কিন্তু তবুও দলটির কাছে এই নগরী অত্যাধিক জনপ্রিয়, কারন তারা এখান থেকেই প্রেরণা লাভ করে, আন্দোলন সংগ্রামে যে এই জেলার জুরি নেই এটা তারা বুঝতে পেরেছিল। তারা জানে বিপ্লবী চট্টলা/বিদ্রোহী চট্টলা/কারো কাছে কোন দিন মাথা নত করে না এটি সম্ভবত কোন কবিতা, এর প্রমাণ অবশ্য তারা রেখেছে, গত জোট সরকারের আমলে বৃহত্তর চট্টগ্রাম থেকে ৮/৯ জন মন্ত্রী প্রতি...