জোট ছাড়বেন, মন্ত্রিত্ব ছাড়বেন না! তা হবে না। গৃহপালিত বিরোধীদল হওয়ার খায়েশ ছেড়ে দিন
জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য ও মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রি জি এম
কাদের আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স
অনুষ্ঠানে বলেছেন “পার্টির নেতাকর্মীরা মনে করছেন মহাজোট থেকে জাতীয়
পার্টিকে বেরিয়ে আসতে হবে। বিষয়টি নিয়ে জাতীয় পার্টি ভাবছে। দলের
নীতি-নির্ধারকরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।” এরআগেও দলের চেয়ারম্যানসহ
একা্যিধক নেতা এরকম বুলি অনেক বার বলেছেন।
ভাল কথা, কিন্তু কথা হচ্ছে কবে, কখন তারা মহাজোট ছাড়বেন সেটা কিন্তু
তারা কেউ বলছেণ না। তবে মহাজোট ছেড়ে আগামীতে আর কারো সাথেই জোট করবেননা বলে
ছাপ জানিয়ে দেয়া হচ্ছে। আগামীতে জাতীয়পার্টি এককভাবেই নির্বাচন করবে বলে
দলীয় বরাতে জানা যায়।
যদিও মহাজোট ছাড়ার ঘোষণা তিনি ও তারা দিচ্ছেন, কিন্তু মন্ত্রিত্ব
ছাড়ার কথা কেউই বলছেন না। 'তাহলে তারা জোট ছাড়ার কথা কেন বারবার বলছেন? যদি
এমন হত যে, তাদের ধমকিতে সরকারকে ভীত করে কিছু আদায়ের উদ্দেশ্য থাকতো,
তাহলে অনেক আগেই তাহলে তা কার্যকর হত। সরকারের আর মাত্র ১৯ মাস সময়ে তা
করতে হত না।
তা হলে কোন সে কারন যার জন্য সরকারি জোটে থেকে, মন্ত্রত্বসহ নানা
সুবিধা ভোগ করেও জোট ছাড়ার এই হুমকি? বাস্তবেই কি না পাওয়ার অভিমান? না বরং
আমরা যদি জাতীয় পার্টির অতীত ইতিহাসর প্রতি লক্ষ্য করি তাহলে দেখবো এই
দলটির ইতিহাস চাটুকারির ইতিহাস।
এরআগে এরশাদ যখন স্বৈরাচারী শাসক, তখন নিজ ক্ষমতাকে বৈধ করার জন্য
পাতানো নির্বাচন করে নিজে রাষ্ট্রপতি আর আসম রবকে বিরোধীদলীয় নেতা করে কি
সুন্দর জুটি বেঁধে দেশ পরিচালনা করেছে
বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক চরম অমানিশায় নিপতিত! সরকার-বিরোধী
দল মুখোমুখি। তত্ত্ববধায়ক সরকার ইস্যুতে আগামী নির্বাচনে বিরোধী দল
অংশগ্রহণ না করার সম্ভাবনা প্রবল। সরকারও মনে মনে তাই চাচ্ছে। ভবিষ্যতের
ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ! তাই সরকার এখন থেকেই আগামীর চিন্তায় রত হয়ে
বেলাজা এরশাদ ও তার দল জাপাকে নিয়ে সে মহরায় ব্যস্ত।
এর অংশ হিসেবে এরশাদ ও তারদলের নেতারা বারবার বলে আসছে আগামীতে তারা
আর মহাজোটে থাকবে না। এর উদ্দেশ্য একটাই। সেটা হল আগামীতে তারা মহাজোটের
একটি আদর্শ গৃহপালিত বিরোধীদল স্বপ্ন দেখছে। আর এসব বিবৃতি বক্তব্য সেই
গৃহপালিত বিরোধীদল হওয়ারই বেটা ভার্সন।
যদি তা না হয় তবে তাদের কাছে আমাদের আবদার, এখনই মহাজোটের জটপাকানো
শাসনব্যবস্থা হতে বের হয়ে নিজেদের পাপ মুক্ত করুন। তাই আজই জোট ও
মন্ত্রিত্ব ছেড়ে দিন (যদি সুপুরুষ হউন)
প্রকাশিত লেখাটি দেখুন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন