বর্তমানে বাংলাদেশের বিরোধী দল কে ? ১৮ দলীয় জোট, নাকি ব্যক্তি ইউনুস

বর্তমানে বাংলাদেশের সবগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ডঃ ইউনুস সংক্রান্ত কোন না কোন নিউজ থাকছেই। বছর দুয়েক আগেও এসব নিউজে তাকে অনেক সম্মানের সাথে উপস্থাপন করা হত। কিন্তু এখনকার সময় উপস্থাপনাটা হচ্ছে এক ধরনের সমালোচনার দৃষ্টিতে। এত কি মিডিয়ার কোন ভূমিকা আছে ? মোটেও না, বরং সরকারের মতামতটাই মিডিয়া তুলে ধরে।
তাহলে সরকার কেন এই ভাবে তার বিরুদ্ধে অপমানকর বক্তৃতা বিবৃতি প্রদান করছে। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ড. ইউনূসের নোবেল পুরস্কারের সমালোচনা করে বলেছেন, ‍‍‌‌'নোবেল কীভাবে আসে-তা আমাদের এখানে অনেকেই জানেন। তার বেসিক সাবজেক্ট ছিল অর্থনীতি। তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না। কোনো যুদ্ধ বন্ধ না
করেই তিনি শান্তিতে নোবেল পেলেন।'
এর আগের দিন “"ইউনূস সাহেব যে বলেন, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চচ্ছে- তা টোটালি রাবিশ। আমি স্যরি, আমি এটাকে রাবিশ বললাম, কিন্তু এটাই ঠিক।" এছাড়া সংসদ উপনেতা সাজেদা চৌং বলেছেন ‘‘ড. ইউনূস ক্ষণস্থায়ী। এরা কিছুদিনের জন্য আসে আবার চলে যায়। একদিন হারিয়ে যাবেন।’’ সরকারের এমন গুরুত্বপূর্ণরা ছাড়াও ডঃ ইউনুস ইস্যুতে সমালোচনা করেছেন, সরকারি দলের নেতা, পাতি নেতাসহ অনেকই। এছাড়া আমাদের অতি সম্মানের!!! প্রধানমন্ত্রীর কথাতো বাদই দিলাম, কারণ শত হলেও তিনি ইউনুস সাহেবকে প্রতিধ্বন্ধি ভাবেন, তাই তিনি একটু আধটু বলতেই পারেন
ডঃ ইউনুসের ওপর সরকারের এত রাগ কেন বুঝলাম না! শুধুই কি নোবেল প্রাইজ? (আসলে ইউনুস ব্যাটাটা না কি! একটু বলে দিলেই তো প্রধানমন্ত্রক শান্ত্রের পুরস্কারাটাদিয়ে দেয়। কত স্বপ্ন আমাদের বুবু জানের তাহলেই তো পাঠ চুকে যায়)
গত কয়েকদিনের সরকারি কর্মকান্ডে বক্তৃতা সমাবেসে কথা বলার ধরনে দেখে মনে হয় সরকারী দলের মূল প্রতিধন্ধি এখন ডঃ ইউনুস। বিএনপি কিংবা ১৮ দল এখন আর ফ্যাক্টরই নয়! তারও যথেষ্ট কারণ আছে, এক/দু’টা মামলায় ১৮ দল যেভাবে গর্তে ঢুকেছে তাতে তাদেরকে মোকাবেলার জন্য সরকারের প্রয়োজন নেই, ঐ ঠোলা বাহিনী পুলিশই যথেষ্ঠ। কিন্তু ডঃ ইউনুসকে তো আর মামলার জালে জরানো যাচ্ছে না, তাই তাকে এভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে জাতির সামনে।
কিন্তু কথা হচ্ছে, প্রধানমন্ত্রীর নবেল স্বপ্ন আর তাদের অপশাষন কি তাতে টিকে থাকবে? এক ডঃ ইউনুস কিন্তু এখন আর একজন ব্যক্তি নয়, তিনি এখন ১৮ কোটি জনপদের প্রতিনিধি বিশ্ব দরবারে। আমাদের পরিচিতি একটা অংশ এখন তিনি। তাই সরকারের কাছে বিনীত আহ্বান, তাকে প্রতিধ্বন্ধি না ভেবে আপন করে তার মাধ্যমে আমাদের জাতীয় চেতনা বিশ্বের মাঝে ছড়িয়ে দেয়া হোক।
তাকে রাজনীতির উর্ধ্বে রাখা হোক। আর যদি তার কোন ক্রটি থাকে তবে সেটা জাতীয়ভাবে সমাধান করা হোক। এভাবে অপমান করে নয়।
http://www.sonarbangladesh.com/blog/ajobmanush/108995
http://www.amarbornomala.com/post13062.html 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram