তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন
দীর্ঘ একদশক কঠিন অধ্যাবসায়, শ্রম, মেধা আর অক্লান্ত পরিশ্রমে তোমরা এখন বাংলাদেশের শিক্ষিত একজন নাগরিক। অনেক পড়ালেখা করেছ তাই আজ তোমাদের বেশি পড়ার সুযোগ দিচ্ছি না।
যারা আজ আনন্দ করছো নিজেকে, পরিবার, শিক্ষক, পিতা-মাতাদের মুখ উজ্জল করেছ তাদের সবার জন্য মিষ্টি আর ফুলের শুভেচ্ছা। আজকের দিনইতো আনন্দের, কাল থেকে আবার টেনশন নগরীর বাসিন্দা হতে হবে পছন্দের কলেজে ভর্তি নিয়ে!!!!!
পাশাপাশি যারা খারপ করেছে, তাদের শুধু বলবো,
ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভাল করার জন্য আজ থেকে পরিকল্পনা নিয়ে নেমে পড়। তোমার সাহস, সিদ্ধান্ত আর সঠিক পরিল্পনার মাধ্যমে আঁধার কেটে বিজয় চিনিয়ে নিতে সক্ষম হবে। এইটাই এসবি ব্লগারদের প্রত্যাশা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন