ইন্দোনেশিয়ান সিনেমা 99 Name of love

 


আমরা যত যাই করিনা কেন তা আল্লাহর পরিকল্পনা মতেই হবে। সে জন্য ভালবাসাটা হতে হবে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। তাঁর রয়েছে ৯৯ টি নাম। কিন্তু ৯৯ টি কেন? ১০০ টি নাম কেন হল না? এসব নিয়ে বানানো হয়েছে ইন্দোনেশিয়ান সিনেমা 99 Name of love ।

একজন মিডিয়াকর্মীকে নিয়ে শুরু সিনেমার প্লট। যিনি 'তালিয়ার কথা' নামে একটি গচিফ শো'র উপস্থাপক। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপন বিষয় বের করে আনাই তার কাজ।
কিন্তু একদিন সব ওলটপালট হয়ে যায় যেদিন তার অফিসে এক অপরিচিত লোক আসে। চাকুরী না হারালেও ডিমোশন হয় তার। বন্ধ হয়ে যায় টিআরপিতে সর্বোচ্চ রেটিংয়ে থাকা অনুষ্ঠানটি। কিন্তু কেন, এবং পরে কী হয়েছে? তা জানতে হলে দেখুন 99 Name of love (বাংলা সাবটাইটেল available)।

মুভি দেখতে ক্লিক করুন 

বাংলা সাবটাইটেল ডাউনলোড 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram