আমার দুঃখগুলো কাছিমের মতো (সিনেমার গান – দৃষ্টিকোণ)




আমার দুঃখগুলো কাছিমের মতো,
গুটিগুটি পায়ে আর এগুতে পারেনা।
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমাকে ছাড়িয়ে আর এগুতে পারেনা।
আমার কষ্টগুলো ডালিমের মতো,
লালের জমাট কেউ ভাঙতে পারেনা।
শহরে বৃষ্টি নামে,জল জমে রাস্তায়।
নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়।
কাচের বৈয়ামে রাখা ভালবাসা যতনে,
হঠাৎ শব্দ শুনে মহীরুহ পতনের।
তুমি আমি মুখোমুখি নিরবতা পালনের গান শুনে যাই…..

আমার দুঃখগুলো ঝাপটায়ে ডানা,
সুনীল আকাশ তবু উড়তে পারে না।
নিমিষেই মিলিয়ে যায় পাল তোলা দিনগুলো
ফাকা পথ টানিরথ সারাগায়ে স্মৃতিধূলো।
একটা আছড়ে সব স্বপ্নেরা পিষে যায়,
অমরত্বের দাবী সমুদ্রে মিশে যায়।
তুমি আমি মুখোমুখি নিরবতা পালনের গান শুনে যাই….

আমার দুঃখগুলো কাছিমের মতো,
গুটিগুটি পায়ে আর এগুতে পারেনা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা

কথাগুলো 'সাম্প্রদায়িক'

Coverage of Local Development Issues in Regional Newspaper of Chattogram