গুচ্ছ বসতির প্রভাবে হারিয়ে যাচ্ছে কৃষি জমি
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩২ প্রায় দশ বছর পর গত এপ্রিল মাসে গ্রামের বাড়িতে গিয়ে বেশ ভালই কেটেছে গ্রাম্য জীবন। আসলে গ্রামের বাড়িতে গিয়ে সবুজ প্রকৃতি, সরল প্রাণ ও অতিথী পরায়ন মানুষগুলোকে দেখে কার না ভাল লাগে। আমারও কেটেছে বেশ। তবে এই ভাল লাগার ভেতর একটি বিষয় আমাকে যেমনি করেছে হতাশ, তেমনি করেছে আতংকিত। সেটি হচ্ছে, এবার গ্রামে গিয়ে রাস্তার আশে-পাশের যে কৃষি জমিগুলো আগে দেখে এসেছি সে গুলো উদ্ভেগজনকভাবে হারিয়ে গেছে। এক একটি জমি এখন এক একটি বাড়ি, একেকটি কলোনী। কোথাও টিনের কিংবাকোথাও বিল্ডিংয়ের মাধ্যমে এক বাজে প্রতিযোগিতা শুরু হয়েছে আবাদি জমিন ধ্বংসের।