শিবিরের জন্য ধর্ম ত্যাগ!!!!!!!!!
(লেখাটি ০৫ অক্টোবর ২০১১, রাত ০৮:২৯ লেখা) দিন দু'য়েক আগে আমার কাছে এক বন্ধু এল পুলিশের তাড়া খেয়ে শিবির করার অপরাধে। জানাল আমাদের বাসায় দু'দিন থাকবে, অগত্যা কি আর করা! শত হলেও প্রাণের দোস্ত বলে কথা। ২৪ তারিখ বন্ধুকে নিয়ে ঘুরতে বের হলাম, অন্য এক বন্ধুর সাথে দেখা করতে জিইসি মোড় থেকে মেডিকেল কলেজে যাচ্ছিলাম। কোন রিক্সা না পেয়ে পায়ে হেটেই রওয়ানা হলাম। এক পর্যায়ে প্রবর্তক মোড়ে এসে বন্ধুটিকে দেখলাম অন্য আরেকটি ছেলেকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বল্ল হে রুদ্র তুমি এখানে? ছেলেটি আরে ভাইয়্যা আপনি! বলে বন্ধুটিকে জরিয়ে ধরল। আমি তাদেরকে ঐকান্তিকতার সুযোগ দিয়ে আস্তে আস্তে সামনে হাটছিলাম, কারন যা বুঝার বুঝে নিলাম, দু' শিবিরি কথামালা আমার ভাল লাগবে না। কিছুক্ষণ পর বন্ধুটি আসলে বল্লাম বাহ! তোমাদের শিবির দেখছি যেখানে যাও সেখানে মিলে যায়। আরে তুমি ওর কথা শুনলে অবাক হয়ে যাবে বন্ধুটি বল্ল, ওর নাম রুদ্র ও শুধু মাত্র শিবির করার কারণে হিন্দু থেকে মুচলমান হয়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বল্লাম কি বলছ! কি ভাবে!! সে বল্ল গত দু'বছার আগে আমাদের জেলা শাখায় (শিবিরি পরিভাষা) A+ সংবর্ধ...