পোস্টগুলি

জুলাই, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিবিরের জন্য ধর্ম ত্যাগ!!!!!!!!!

ছবি
  (লেখাটি ০৫ অক্টোবর ২০১১, রাত ০৮:২৯ লেখা) দিন দু'য়েক আগে আমার কাছে এক বন্ধু এল পুলিশের তাড়া খেয়ে শিবির করার অপরাধে। জানাল আমাদের বাসায় দু'দিন থাকবে, অগত্যা কি আর করা! শত হলেও প্রাণের দোস্ত বলে কথা। ২৪ তারিখ বন্ধুকে নিয়ে ঘুরতে বের হলাম, অন্য এক বন্ধুর সাথে দেখা করতে জিইসি মোড় থেকে মেডিকেল কলেজে যাচ্ছিলাম। কোন রিক্সা না পেয়ে পায়ে হেটেই রওয়ানা হলাম। এক পর্যায়ে প্রবর্তক মোড়ে এসে বন্ধুটিকে দেখলাম অন্য আরেকটি ছেলেকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বল্ল হে রুদ্র তুমি এখানে? ছেলেটি আরে ভাইয়্যা আপনি! বলে বন্ধুটিকে জরিয়ে ধরল। আমি তাদেরকে ঐকান্তিকতার সুযোগ দিয়ে আস্তে আস্তে সামনে হাটছিলাম, কারন যা বুঝার বুঝে নিলাম, দু' শিবিরি কথামালা আমার ভাল লাগবে না। কিছুক্ষণ পর বন্ধুটি আসলে বল্লাম বাহ! তোমাদের শিবির দেখছি যেখানে যাও সেখানে মিলে যায়। আরে তুমি ওর কথা শুনলে অবাক হয়ে যাবে বন্ধুটি বল্ল, ওর নাম রুদ্র ও শুধু মাত্র শিবির করার কারণে হিন্দু থেকে মুচলমান হয়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বল্লাম কি বলছ! কি ভাবে!! সে বল্ল গত দু'বছার আগে আমাদের জেলা শাখায় (শিবিরি পরিভাষা) A+ সংবর্ধ...

দেশের মানুষ যখন দু'বেলা পেট ভরে ভাত ও ত্রাণের জন্য প্রহর গুনছে, প্রধানমন্ত্রী তখন বিলাস যাপন করতে ভাড়া করা হয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে দামি হোটেল, যার ভাড়া দৈনিক ২ কোটি টাকারও বেশি

লন্ডন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় ধরনের বিক্ষোভের মুখে ফেলতে চায় যুক্তরাজ্য বিএনপি। নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানসহ নানা ইস্যুতে এ বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে তারা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হতে হবে। মুল সড়ক ও গেট দিয়ে তাকে অলিম্পিক ভিলেজে যেতে দেয়া হবে না। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মাসের শেষের দিকে শেখ হাসিনার যুক্তরাজ্য আগমণকে প্রতিহত করতে তাকে যুক্তরাজ্যে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে এবং শেখ হাসিনাকে যাতে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি প্রদান করা না হয় তার জন্য বৃটিশ প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ মহলে স্মারকলিপি প্রদান করা হয়। যুক্তরাজ্যের ১৮দলীয় জোটের নেতাকর্মীরা কালো পোশাক পরে সে রাস্তায় বিক্ষোভে মুখরিত করে রাখবে। এছাড়া প্রধানমন্ত্রী স্যাম্পন ক্রস স্টেশনের পাশে যে হোটেলে থাকবেন তার সামনে বিক্ষোভ করবে বিএনপি। এ জন্য লন্ডন পুলিশের অনুমতি নেয়া হয়েছে। সেখানে তাকে কালো পতাকা ও লাল কার্ড প্রদর্শন, ডিম ও টমেটো নিক্ষেপ এবং ঝাড়ু-জুতা মিছিলের আয়োজন করা হয়েছে। ...

আসুন মৃত ব্যক্তিকে নিয়ে সংকীর্ণ রাজনীতি বন্ধ করি

কিছু দিন আগে যখন আমার অত্যান্ত প্রিয় এবং শ্রদ্ধার্ঘ ব্যক্তিত্ব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দিনাতিপাত করছিলেন, তখন এক প্রিয় ব্লগার দুষ্টুমির ছলে এমন একটি মন্তব্য করেছিল যা মোটেও সহ্য হয়নি। ফলস্বরূপ তার সাথে সম্পর্কের হিমবাহ ঘটে।   কিছু আঁতেল (এর চাইতে ভাল শব্দ খঁজে পিইনি) ব্লগার, ফেবু ইউজার হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়েও ঐসব বাম ঘরনার পশুশ্রেণীর মত উৎসব রচনায় উঠে পড়ে লাগছে। আমার কথা হচ্ছে, মৃত ব্যক্তি! তার কৃত কর্মের বিষয়াদি মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের বিবেচ্য বিষয়, এখানে আমাদের কি করার আছে।   আজ একজন আমাকে রিতিমত প্রশ্ন করে বসেছেন, এই জায়গায় বুশ হলে আপনি কি করতেন? কিছুই করতাম না।   মৃতব্যক্তিকে আমার কাছে মুসলমান মনে হলে জানাযায় যেতাম, আর অমুসলমান মনে হলে জানাযায় যেতাম না। এই তো হওয়ার কথা! ইসলামের দৃষ্টিতে মানুষের পরিচয় দু’টি ১/মুসলিম ২/ অমুসলিম, কিসের আবার আস্তিক-নাস্তিক।   আল্লাহ পবিত্র কোরআনে আমারে নির্দেশ দিয়েছেন, মন্দের জবাব ভাল দিয়ে দিতে। বোমা মেরে, দাঙ্গা-হাঙ্গামা করে যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, তাহলে আজ ক্ষমতায় জেএমবি থাকতো!...