কথাগুলো 'সাম্প্রদায়িক'
আকবরের পাপের ফল ভোগ করছে ইন্ডিয়ান মুসলিমরা। গত ক'দিনে সেখানে নাগরিকত্বের দাবীতে খুন হয়েছে দুই ডজনেরও বেশি মানুষ। যাদের প্রায় সবাই মুসলিম। পৃথিবী এই পর্যন্ত যত লম্পট শাসক পেয়েছে তার মধ্যে সম্রাট আকবর অন্যতম। সবমিলিয়ে ৩০০ টি বিয়ে করেছেন তিনি। এর বাহিরে রক্ষিতারা তো ছিলই। হিন্দুপতিরা তাদের স্ত্রী-মেয়েদের নিজ ও ধর্মীয় স্বার্থে উপঢৌকন দিত আকবরকে। মূলত সেইসব নারীদের হাত ধরেই মোগল হেরেমের অন্দরের নয়ন্ত্রণের পাশাপাশি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অনেক পদ ভাগিয়ে নেয় তারা। যার সর্বশেষ পরিণতি সাম্রাজ্যের পতন এবং ধর্মীয় যজ্ঞের শিকার। শুরুটা কিন্তু মোদি করেননি। পরিকল্পনাটা করেছেন শিবাজি। আর তাতে ঘি ঢেলেছে শত বছর আগে গঢ়ের মাঠে শিবাজি উৎসব। যেখানে রবীন্দ্রনাথ পাঠ করেছেন 'শিবাজি উৎসব' কবিতা। যাতে তিনি বলেছেন, আকাঙ্খা করে বলে- “এক ধর্ম কাব্য খন্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি .....এক ধর্ম রাজ্য হবে এ ভারতে’ এ মহাবচন করিব সম্বল।” এই কবিতার অন্য চরণে পানিপথ যুদ্ধের ইতিহাস টেনে তিনি বলেছেন, “আল্লাহো আকবর শব্দে বনভূমি প্রতিধ্বনিত হয়ে উঠেছে/একদিকে তিন লক্ষ যবন (অসভ্য। উগ্র হিন্দুরা মুসলিমমদ...