মোগলনামা-৬ (বাবরের মদপান)
একবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সম্রাট বাবর। যুদ্ধ শুরুর আগ মূহুর্তে তিনি তার বার হাজার সৈন্যের সবাইকে ডাকলেন। এরপর আল্লাহর দরবারে সবাইকে নিয়ে দু'হাত তুলে মুনাজাত ধরলেন আর বললেন, 'হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে কখনো মদপান করবো না। আমার সব অপরাধ ক্ষমা করো আর তার পরিবর্তে যুদ্ধে মান-ইজ্জত রক্ষা করো...।' সম্রাট বাবর যখন আল্লাহর কাছে এই দোয়া করছিলেন, তখন এতটাই কান্নাকাটি করছিলেন যে, তার চোখের পানিতে বুক ভিজে যায়। ভারত জনের ইতিহাস বইয়ের প্রণেতা সহ অনেক ইতিহাস প্রণেতার মতে বাবর একজন মদ্যপ শাসক ছিলেন। তাদের যুক্তি হিসেবে উপরের দোয়াটি কোট করা হয়েছে। মোগল সাম্রাজ্যের আকবর ছাড়া অন্য সম্রাটেরা সবাই ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। জাহাঙ্গীর প্রথমে বাবা আকবরের মত ইসলাম বিরোধী থাকলেও মুজাদ্দীদে আলফে সানীর কারণে তওবা করে ইসলামে ফিরে আসেন। ইন্ডিয়ান পাঠ্যক্রম 'ভারত জনের ইতিহাস সহ' অনেক ইতিহাস প্রণেতারা এই মোগল সম্রাটদের ব্যপারে মিথ্যাচার আর বিকৃত ইতিহাস প্রণয়ন করেছেন। প্রকৃত ইতিহাসের তুলনায় মিথ্যাচারের সংখ্যাটাই বেশি। মজার ব্যাপার হচ...