'মায়ের বিয়ে' এবং আমাদের সমাজ
কয়েকদিন আগে পরিচিত একজনের সাথে দেখা হল। কথা বলার এক পর্যায়ে সে বলল ‘ভাই, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। কাল আমার আব্বুর বিয়ে। আপনাকে যেতে হবে’। প্রথমে ভেবেছি সে দুষ্টুমি করছে। পরে বুঝলাম বিষয়টি সত্যি। তাই অবাক হলাম। কারন ছেলের কাছ থেকে বাবার বিয়ের দাওয়াত জীবনে কেবল প্রথমই নয়, বরং শুনেছিও প্রথম। বিষয়টি আমাদের ভাবনার চেয়ে বাস্তবাতায় অনেক বেশি কঠিন। বছর কয়েক আগের ঘটনা, পরিচিত এক নারী বয়স ৪৫’রে বেশি হবে না; দুই সন্তানের মধ্যে মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে আর একমাত্র ছেলে লন্ডন প্রবাসী, বিয়ে করে সেখানেই থিতু হয়ে রয়েছেন। একাকীত্ব জীবনের এক পর্যায়ে কোন এক বিপত্নিক পুরুষের সঙ্গে বিয়ে করেছেন। কিন্তু তার বিয়েটি মোটেও সহজতর ছিল না। ছেলে-মেয়ের কেউই বেপারটি শুরু থেকে মেনে নিতে পারেননি। একমাত্র মেয়ে জামাই শ্বাশুড়িকে Support দিয়েছেন। এ কারনে তার সংসারও ভাঙ্গণের মুখে পড়ে। প্রায় এক বছর প্রতিবন্ধকতা মোকাবেলার পর সেই নারী বিয়ের পীড়িতে সবতে পেরেছেন। অবশ্য এ কারনে তাকে ছেলে ও মেয়েকে হারাতে হয়েছে। তারা আর মায়ের সাথে সম্পর্ক রাখে না। তবে মেয়ের জামাই তার খোঁজ খবর রাখার চেষ্টা করেন। কিন্তু তা...