পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘বড় ছেলে’ এবং আমাদের নাটক নিয়ে কিছু কথা

ছবি
সবার স্ট্যাটাসের জ্বালায় আর পারলাম না, তাই দেখে নিলাম টেলিফিল্ম ‘বড় ছেলে’। নাটকটা ভালই। তবে আরো ভাল হত, নায়কের নাম ‘রাশেদ’ না হয়ে ‘মামুন’ হলে। সম্ভবত সেখানে নায়িকার নাম কী হবে?, এ বিবেচনায় নাট্যকার এই নামটি দেননি :D নাটকটা যে কারনে জনপ্রিয় হয়েছে সেটা বলা আগে কিছু কথা বলতে চাই। এটি দেখার পর এর নাট্যকার ও পরিচালক আরিয়ানের ওয়ালে গেলাম। যা দেখলাম, তাতে বুঝলাম তিনি এবারের ঈদে মোট দুইটি নাটক বানিয়েছেন। ‘বড় ছেলের’ মত আলোচিত না হলেও ওটিও নাকি ভাল হয়েছে। সে যাই হোক, যা বলতে চাচ্ছিলাম তা হল,আমাদের দেশে বর্তমানে কয়েক ডজন চ্যানেল রয়েছে। ঈদ উপলক্ষ্যে সব ক’টি টিভি চ্যানেলই ৬-৮ দিন পর্যন্ত নানা অনুষ্ঠানমালা প্রচার করে। যার মধ্যে নাটক অন্যতম অনুষঙ্গ। এ ক’দিনে চ্যানেলগুলোতে প্রচারিত টেলিফিল্ম, নাটকের সংখ্যা