বাংলা চলচ্চিত্রের সংকট ও সীমাবদ্ধতাঃ দুইটি বাংলা চলচ্চিত্রের পর্যবেক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা
১. সূচনা: গণমাধ্যম বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালি মাধ্যমের নাম। সমাজে গণমাধ্যম তথা মিডিয়ার প্রভাব অনস্বিকার্য। এর প্রয়োজনীয়তা উত্তর উত্তর বেড়েই চলেছে। গণমানুষের দীর্ঘদিনের চলমান ক্রিয়া, কৃষ্টি পরিবর্তনে মিডিয়ার প্রভাব বিপুল, বহু-বিচিত্র, পরিব্যাপ্ত। মিডিয়ার শক্তিশালি অবস্থান এবং এ নিয়ে কোন সন্দেহের অবকাশ না থাকা নিয়ে গণমাধ্যম বিশেষজ্ঞ ব্যারান বলেন: সমাজের ওপর মিডিয়ার প্রভাব আছে কিনা সেই প্রশ্ন তোলা আর শিশুর ওপর মায়ের প্রভাব আছে কিন্ত সেই প্রশ্ন জিজ্ঞেস করার মতোই বাহুল্য।