এপ্রিল ফুলের ইতিকথা
কয়েক বছর আগে দেশের প্রায় সবগুলো মিডিয়া বিশেষ করে টেলিভিশন গুলোতে একটি বিজ্ঞাপন সাধারণ মানুষকে আতংকিত এবং চিন্তিত করে তুলেছিল। বিজ্ঞাপনটি ছিল এমন, টেলিভিশনের অনুষ্ঠান চলছে মুহুর্তে হঠাৎ করে বিশেষ সংবাদ নামক একটি খবর পরিবেশন করা হয়, যাতে বলা হয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান নিখোঁজ ! মোবাইল ফোন বন্ধ, কোন যোগাযোগ করা যাচ্ছে না। ভাবুনতো কি অবস্থা ! অনেককেই হায় হুতাশ করতে করতে দেখা গিয়েছিল। পরের ঘটনাতো সবাই জানেন। এটি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন। কেউ যেন কখনো মোবাইল ফোন বন্ধ না রাখেন সে বিষয়ে গণ-সচেতনতা (!!) সৃষ্টির লক্ষ্যে। আমাদের আলোচনার বিষয় কিন্ত বিজ্ঞাপনটি নিয়ে নয়। বিজ্ঞাপনের বিষয় উপস্থাপনের প্রকৃয়াটি তুলে কিছু সত্য অবলোকন করাই মূখ্য।