তফাজ্জল হোসেন মানিক মিয়া এদেশের সাংবাদিকতার উজ্জল নক্ষত্র
তফাজ্জল হোসেন মানিক মিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া, বাংলায় গণমুখী সাংবাদিকতার পথিকৃত, নির্ভীক সাংবাদিক ও আধুনিক বাংলা সংবাদপত্রের রূপকার। প্রবাদ প্রতিম এই সাংবাদিক নিজের সম্পাদনায় দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা ভাষার সাংবাদিকতাকে আমূল বদলে দিয়েছিলেন। একইসঙ্গে গণমানুষের আশা-আকাক্সক্ষা এবং হতাশা-বেদনাকে সহজ-সরল অথচ বলিষ্ঠ ভাষায় তুলে ধরার যাদুকরী ক্ষমতা ছিল তাঁর মধ্যে। সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণে নিজেকে সঁপে দিয়ে আমৃত্যু তিনি নেতৃত্ব দিয়ে গেছেন অধিকার আদায়ের সংগ্রামে। দৈনিক ইত্তেফাকের পাতায় রাজনৈতিক ধোঁকাবাজি, রঙ্গমঞ্চ, ও রাজনৈতিক মঞ্চ ইত্যাদি নামের কলামে ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি বাংলার স্বাধীনতাকামী জনগণকে উজ্জীবিত করে তোলেন। নীতির প্রশ্নে আমৃত্যু আপোষহীন ও প্রতিষ্ঠানতূল্য এই মানুষ মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও ছিলেন অবিচল। দৈনিক ইত্তেফাক ছিল তাঁর সেই সংগ্রামী জীবনের সবচেয়ে বড় হাতিয়ার।