পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তফাজ্জল হোসেন মানিক মিয়া এদেশের সাংবাদিকতার উজ্জল নক্ষত্র

ছবি
তফাজ্জল হোসেন মানিক মিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া, বাংলায় গণমুখী সাংবাদিকতার পথিকৃত, নির্ভীক সাংবাদিক ও আধুনিক বাংলা সংবাদপত্রের রূপকার। প্রবাদ প্রতিম এই সাংবাদিক নিজের সম্পাদনায় দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা ভাষার সাংবাদিকতাকে আমূল বদলে দিয়েছিলেন। একইসঙ্গে গণমানুষের আশা-আকাক্সক্ষা এবং হতাশা-বেদনাকে সহজ-সরল অথচ বলিষ্ঠ ভাষায় তুলে ধরার যাদুকরী ক্ষমতা ছিল তাঁর মধ্যে। সাংবাদিকতার মাধ্যমে জনকল্যাণে নিজেকে সঁপে দিয়ে আমৃত্যু তিনি নেতৃত্ব দিয়ে গেছেন অধিকার আদায়ের সংগ্রামে। দৈনিক ইত্তেফাকের পাতায় রাজনৈতিক ধোঁকাবাজি, রঙ্গমঞ্চ, ও রাজনৈতিক মঞ্চ ইত্যাদি নামের কলামে ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি বাংলার স্বাধীনতাকামী জনগণকে উজ্জীবিত করে তোলেন। নীতির প্রশ্নে আমৃত্যু আপোষহীন ও প্রতিষ্ঠানতূল্য এই মানুষ মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও ছিলেন অবিচল। দৈনিক ইত্তেফাক ছিল তাঁর সেই সংগ্রামী জীবনের সবচেয়ে বড় হাতিয়ার।

সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীন বাংলা সাংবাদিকতার গগণে এক উজ্জল নক্ষত্র

ছবি
আবুল কালাম শামসুদ্দীনঃ আবুল কালাম শামসুদ্দীন বিশ শতকের বিশের দশকে বাংলা সাংবাদিকতার ভূবনে আবির্ভাব হয় সাংবাদিকতার দিকপালদের গগনের অন্যতম নক্ষত্র আবুল কালাম শামসুদ্দীন। কুসংস্কার ও গোঁড়ামীর বিরোধী এবং মানবতাবাদী এই সাংবাদিক ছিলেন পাকিস্তানের শাসকদের স্বৈরাচারি চরিত্র ও দুর্নীতির আকুণ্ঠ প্রতিবাদি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দু’য়েকটি গল্প-উপন্যাস লিখলেও তিনি ছিলেন মূলত প্রাবন্ধিক এবং সূক্ষ্মদর্শী ও নির্ভীক সাহিত্য সমালোচক। তাঁর সুদীর্ঘ সাহিত্যিক ও সাংবাদিক জীবনে তিনি মাতৃভাষা বাংলায় সাহিত্য ও সাংবাদিকতা চর্চায় আত্মনিবেদিত প্রাণ ছিলেন ।

বাংলা সাংবাদিকতার দিকপাল মওলানা আকরাম খাঁ

ছবি
মওলানা মোহাম্মদ আকরাম খাঁ ছিলেন একাধারে সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজ-সংস্কারক, ধর্মশাস্ত্রবিদ ও সুপণ্ডিত। বৃটিশ বিরোধী স্বাধীনতা-আন্দোলনের অন্যতম নেতা। অসহযোগ ও খেলাফত আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। কংগ্রেস ও মুসলিম লীগের নেতা। এবং পাকিস্তান আন্দোলনের অন্যতম পুরধা মওলানা আকরাম খাঁ মুসলিম বাংলা সাংবাদিকতার জনক এবং বাংলা মুসলিম নবজাগরণের অন্যতম পথিকৃত হিসেবে খ্যাত। প্রথিতযশা সাংবাদিক ও সাহিত্যিক মওলানা মোহাম্মদ আকরাম খাঁর আগে এবং তাঁর সমসাময়িককালে উল্লেখযোগ্য অনেক মুসলমান খ্যাতিমান লেখক-সাংবাদিকগণ মাসিক, ত্রৈমাসিক, দৈনিক ইত্যাদি পত্রিকা প্রকাশ করলেও সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি।